প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাঝে কেন শিশু সুলভ আচরণ লক্ষ করা যায়?
আমি দীর্ঘদিন ধরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিয়ে একটি গবেষণা করেছি।তা হলো "কেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা চাকরি থেকে অবসরে যাওয়ার পড়েও তাদের মধ্যে শিশু সুলভ আচরণ লক্ষ করা যায়।"
জানি আমি ছোট মানুষ তবুও আমি আমার অল্প মস্তিষ্কের বুদ্ধি দিয়ে গবেষণা করেছি। ভূলত্রুটি মার্জনীয়।
সেই গবেষণা আজকে চুড়ান্তভাবে শেষ করেছি।আমার গবেষণায় উঠে আসা কিছু কথা তুলে ধরেছি।
কারণ, তারা শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নিয়ে থাকে। সাধারণত প্রাইমারি স্কুল মানে হচ্ছে শিশুদের মেধা বিকাশের সুযোগ। সেখানে যদি খুব অল্প বয়সের শিশুরা পড়াশোনা করতে আসে। তাদের সাথে যদি কঠিন বা খারাপ আচরণ করা হয় তাহলে তারা সারাজীবন তাই শিখবে। তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে তাদের মতো করে কথা বলতে হয়।তারা যেভাবে বুঝতে পারে সেভাবে তাদেরকে পড়াশোনা করাতে হয় এবং তাদেরকে বুঝাতে হয়।এটা ১ থেকে ২বছরের কাজ নয়।প্রায় ৩০ থেকে ৫০ বছর তারা এভাবে শিশুদের মধ্যে কাজ করে। তাই তাদের মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে। যার ফলে তারা যখন চাকরি থেকে অবসরে যায় তখনও তাদের মাঝে সেই অভ্যাসগুলো থেকে যায়। যা আর পরিবর্তন হয় না বা তা তাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রয়ে যায়। তাই প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাঝে বৃদ্ধ বয়সেও শিশু সুলভ আচরণ লক্ষ করা যায়।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.thedailysopnojatra.com
ধন্যবাদ।