ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ


সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে অকৃতকার্য পরীক্ষার্থীরা। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

রোববার (২০ অক্টোবর) সকালে প্রথমে শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। পড়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে আসে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরীক্ষার্থীরা জানান, ঢাকা শিক্ষা বোর্ডে ৭টি পরীক্ষা হয়েছে। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র ২টি পরীক্ষা হয়েছে। এছাড়া, পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ণ করা হয় নি। ফলে বৈষম্যের শিকার হয়েছেন তারা।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook