দৈনিক স্বপ্ন যাত্রা,কুষ্টিয়া
০২-১১-২০২৪
মেহেরপুরের গাংনীতে খোকন নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের খন্দকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি।
আটক হওয়া খোকন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার ইয়ার আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অসচ্ছল। তার মানবিক অবস্থা বিবেচনায় নিয়ে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বিজিবি। তাকে একটি দোকান ঘরসহ প্রয়োজনীয় পুঁজি দিয়ে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় কাজিপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় সীমান্তের মেইন পিলার ১৪৫ থেকে প্রায় ১৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর খন্দকার পাড়া এলাকায় হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ শারীরিক প্রতিবন্ধী খোকনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক চার হাজার টাকা।
মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিজিবি খোকনের মানবিক অবস্থা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় রেখে তাকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাকে একটি দোকান ঘরসহ প্রয়োজনীয় পুঁজি দিয়ে সমাজে পুনর্বাসন করা হবে।
বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধের পাশাপাশি সমাজে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনেও কার্যকর ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ বিজিবির মানবিক মূল্যবোধের প্রতিফলন এবং সমাজের কল্যাণে তাদের অব্যাহত প্রচেষ্টার একটি উদাহরণ বলে তিনি মন্তব্য করেছেন।