গতকাল ২৫-০৯-২০২৫ ইং (বৃহস্পতিবার) রাত ১:৩০ এর দিকে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী ৭ নং ওয়ার্ডের উকিল এবং অনিল ( কান্তে) নামে এক গরীব হিন্দু বাড়ীতে বিদ্যুতের শর্টসার্কিটের আগুন লেগে বড় একটা বাড়ী মুহুর্পুতেই পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পুড়ে গেছে কয়েকটি গরু,ছাগল, পোশাক, বাসার সব আসবাবপত্র এবং সকল ধরনের বইখাতা,দলিল সহ সব।
আহত ১।
আর মাত্র কয়েক দিন পরে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ঠিক আগেই এতো বড় একটা দূর্ঘটনা ঘটলো।