নারীর নিরাপত্তায় শপথ নিলেন জুলাই কন্যারা



জুলাই কন্যা দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত রিকশা র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ঘরে ও বাইরে নারীর নিরাপদ চলাচল নিশ্চিতের অঙ্গীকার করেন জুলাই কন্যারা। সোমবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত এ আয়োজনে তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেন।


জুলাই কন্যাদের ভাষ্য, এক সময় স্বৈরাচারের পতন ঘটলেও নারীদের প্রতি সহিংসতা এখনো বিভিন্ন রূপে চলমান। এই অবস্থা বন্ধে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


সমাবেশের আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জুলাই কন্যাদের অংশগ্রহণে একটি রিকশা র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি আগারগাঁও থেকে শুরু হয়ে শ্যামলী ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়।


এই আয়োজনে নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এম মোরশেদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।


দৈনিক স্বপ্ন যাত্রা/এসআই শামীম

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook