বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনওয়ারকে হত্যার পরও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা


ইসরায়েলি বাহিনী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর অনেকেই আশাবাদী ছিলেন যে মধ্যপ্রাচ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে। তবে আজ শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই আশা ভেঙে দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনের গাজা এবং লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


এদিকে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও ইসরায়েলের বিরুদ্ধে নতুনভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইরান, যেটি হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক, জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর ফলে ‘প্রতিরোধযুদ্ধের প্রেরণা’ আরও বৃদ্ধি পাবে।


গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে বিবেচনা করা হয়। ইসরায়েলি বাহিনী গত বুধবার গাজার রাফা এলাকায় এক হামলায় তাকে হত্যা করে। পরদিন ইসরায়েল এ তথ্য নিশ্চিত করে। আজ হামাসও সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। সংগঠনটির নেতা খলিল আল-হায়া জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী সিনওয়ারকে হত্যা করেছে।


সিনওয়ারকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। গাজা থেকে লেবানন পর্যন্ত বিস্তৃত এই সংঘাত অব্যাহত থাকবে। তিনি বলেন, হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে।


নেতানিয়াহু আরও বলেন, ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ এখন এসেছে। তিনি ‘শয়তানের অক্ষ’কে পরাজিত করে ভিন্ন এক ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।


যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য পশ্চিমা নেতারা আশা করেছিলেন যে সিনওয়ারের মৃত্যুর মাধ্যমে সংঘাতের অবসান ঘটতে পারে। বাইডেনের মতে, এটি একটি শান্তির সুযোগ তৈরি করেছে। তবে ইসরায়েলের অব্যাহত যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বিফল করে দিয়েছে।


এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তারা নতুন ধরনের হামলা শুরু করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook