দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ। কয়লা ভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩ শত ২০ মেগাওয়াট কেন্দ্রেটির সক্ষমতা বাড়িয়ে ২ হাজার ৬ শত ৪০ মেগাওয়াট করতে চলছে দ্বিতীয় ফেজের কাজ। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ইতোমধ্যে দ্বিতীয় ফেজের নির্মাণ কাজের ২১% সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ফেজ চালু হলে এখান থেকে আরও ১ হাজার ৩ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। যা দিয়ে দেশের মানুষের বিদ্যুৎ চাহিদার সিংহভাগ পুরণ হবে বলে প্রত্বাশা তাদের।
এদিকে দ্বিতীয় ফেজের কাজ চালু হলে বাড়বে কয়লাবাহী জাহাজের চাপও। তাই ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে যেটি,সিপ আংলোটার ২টিকে মাদার ফেসার থেকে নামিয়ে যেটিতে বসানোর কাজও চলছে। চিন ও বাংলাদেশ যৌথ মৈত্রী চুক্তির বিনিয়োগের মাধ্যমে ২০১৬ সালে পটুয়াখালীর আন্দার মালী নদীর তীরে আনখালী গ্রামে ১ হাজার একর জমির ওপর নির্মাণ করা হয় এই বিদ্যুৎ কেন্দ্রটি।
এস আই শামীম