আদিতমারীতে ভারী বর্ষণে বন্যার আশঙ্কা

 লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য বন্যার আশঙ্কা রয়েছে। আজকে সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। 

 

আছরের আজানের পড়ে থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে এখনো তা অভ্যাহত রয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।


অনেক এলাকার রাস্তাঘাট কর্দমাক্ত ও পৃস্সিল হয়ে গেছে। যার ফলে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। সেই সাথে তিস্তা নদীর পানি পয়েন্টে পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। ৪৭টি গেইট খুলে দেওয়া হয়েছে। তিস্তা নদীতে বন্যার সৃষ্টি হয়েছে। তিস্তার আসে পাশে মানুষের বাড়ীঘরে বন্যার পানি উঠতে শুরু করেছে।

রহিম মিয়া নামে এক যুবক দৈনিক স্বপ্ন যাত্রাকে জানায়,বন্যার সময় তারা অনেক কষ্টে জীবনযাপন করে। তারা অন্যর বাড়ীতে কাজ করে যে টাকা পায় তা দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করে থাকে। তাই তাদের অভিযোগ, তারা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চায়।

এসআই শামীম

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook