কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, ৩ জনের মৃত্যু
- প্রতিবেদক, ঢাকা
- ১৫ আগস্ট
কেরানীগঞ্জের গদারবাগ এলাকার ওই গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায় ভোর ৪টার দিকে। অল্প সময়ের মধ্যে সেখানে প্রথম ইউনিট পৌঁছায়।ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুনে তিনজন মারা গেছেন।
মঙ্গলবার ভোরের এ দুর্ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কেরানীগঞ্জের গদারবাগ এলাকার ওই গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায় ভোর ৪টার দিকে। অল্প সময়ের মধ্যে সেখানে প্রথম ইউনিট পৌঁছায়।
ফায়ার সার্ভিস আরও জানায়, সবমিলিয়ে ছয়টি ইউনিট চেষ্টা করে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
শাহবাগে জামায়াত-শিবিরের ভাঙচুর-আগুন
- প্রতিবেদক, ঢাকা
- মঙ্গলবার ভোরে পুলিশ অবস্থান নিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন বলে জামায়াত-শিবিরের সমর্থকেরা জানিয়েছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ঢাকায় পড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা।
শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ও সামনের সড়কে সোমবার রাতভর তারা বিক্ষোভ করেন। সড়কে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িও ভাঙচুর করেছেন তারা। পুড়িয়ে দেয়া হয়েছে দুটি মোটরসাইকেলও।
পরে মঙ্গলবার ভোরে পুলিশ অবস্থান নিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন বলে জামায়াত-শিবিরের সমর্থকেরা জানিয়েছেন।
এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।
বিশেষ খবর
৯৬ শতাংশ নির্মাণকাজ শেষ বঙ্গবন্ধু টানেলেরকর্ণফুলী টানেলে কীভাবে যুক্ত হলো চীন, জানালেন সচিব
২.চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর মায়াবী টান: কাদের
বঙ্গবন্ধু টানেলের উত্তর টিউবের সমাপনীও শিগগিরই: প্রধানমন্ত্রী
- ৩.হাসপাতাল থেকে শিশু চুরি, এক দিন পরও হয়নি উদ্ধার