Graphic design কাকে বলেঃ
Graphic design হলো মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কোন ধরনের ডিজাইন করাকে গ্রাফিক্স ডিজাইন বলে।
গ্রাফিক্স ডিজাইন করতে কী কী লাগেঃ
গ্রাফিক্স ডিজাইন করতে হলে অনেক কিছু লাগে। যেমনঃ- ল্যাপটপ বা কম্পিউটার,adobe illustrator,adobe Photoshop ইত্যাদি।
সাথে আরও কিছু লাগে।
যেমনঃ
১.ধৈর্য
২.ইচ্ছা
৪.মানসিক প্রস্তুতি।
৪. প্রতিদিন ২০ ঘণ্টা কাজ করার ইচ্ছা।
৫. আত্মসংযম।
কত দিন লাগে বায়ার পেতেঃ
অনলাইনে কাজ করা এতো সহজ না।
তার জন্য দরকার হয় কঠিন প্রচেষ্ঠা এবং দক্ষতা অর্জন করা। একমাত্র তা হলেই অনলাইনে সফল হওয়া যায়। তবুও যে সবাই এই গুণ গুলো থাকলেই সফল ফ্রিল্যান্সার।একটি কথা খুব সহজে মনে রাখবেন যে, যাঁরা উপরের সব গুণ গুলো থাকার পড়ও এই সেক্টরে টিকে থাকতে পারেনি।তাই বলে তারা অনলাইন সম্পর্কে জানে না তা নয়।কোন না কোন একটা কারন সে পিছিয়ে গেছে। সবাই যে সফল হবে তা নয়।অনেকে ৩ মাসে কাজ শিখে বায়ার পেয়ে যায়। আবার অনেকে ৬-৭ বছর কাজ করে বায়ার পেয়ে থাকে।
গ্রাফিক্স ডিজাইনারের মাসে আয় কতঃ
একজন সফল ফ্রিল্যান্সারের মাসে আয় ৬-৮ লক্ষ টাকা। তবে একদম নতুন ফ্রিল্যান্সারের মাসে ইনকাম ১-৩ লক্ষ টাকা।
গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা কেমনঃ
একজন ব্যক্তি যদি একজন সঠিক Graphic designer হতে পারে তাহলে তার চাকরির এবং বেতনের প্রয়োজন নেই। তার জন্য অনেক ভালো এবং উচ্চপর্যায়ের চাকরি দাড়িয়ে থাকে। হাসপাতাল,তথ্য অফিস, শিক্ষা প্রতিষ্ঠা,কারিগরি প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় কথা হলো সে যদি গার্মেন্টসেও চাকরির জন্য আবেদন করে তাহলেও তার চাকরি হয়ে যাবে এবং তার মাসে বেতন পাবে ৪০,০০০ টাকা। তাই সেই কথা চিন্তা করে সবাই এর জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে।
তাই আমি বলতে পারি যে, দিন দিন গ্রাফিক্স ডিজাইনারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এর চাহিদাও প্রচুর পরিমাণে বাড়ছে।