বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে


বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হবে? 

বঙ্গবন্ধু-২ নামের স্যাটেলাইট আগামী বছরের মাঝামাঝি সময়ে উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যে কারিগরি প্রস্তাব যাচাই বাছাইয়ের কাজ শেষ। এখন দর দাম চুড়ান্ত করার দাম শুরু হচ্ছে। 

এই স্যাটেলাইটের মাধ্যমে বাড়ানো যাবে সমুদ্রের নজরদারি। কৃষি ও বন্যার তথ্য মিলবে খুব সহজে।

এর আগে ২০১৮ সালের ১১মে মহাকাশের কক্ষ পথে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ করে এবং এর চালু করে বাংলাদেশ। 

বাংলাদেশে ২০২৩ সালের মধ্যে সিগন্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল। শুরুতে রাশিয়ান একটি প্রতিষ্ঠানে এর কাজ চলছিল। কিন্তুু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ায় এবং মস্কোর উপর দেওয়া পশ্চিমাদের নিষেধাঙ্গা থাকায় এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাশিয়া।এরপর ফ্রান্সের সাথে নতুন চুক্তি করার পড়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর তৈরির কাজ শুরু করা হয়।যার ফলে প্রায় আড়াই বছরের টানাপোড়েনের মাঝে পড়ে যায়। 

যার ফলে আড়াই বছর পিছিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রতিষ্ঠান।সেই সাথে তারা আরও জানিয়েছেন যে, ২০২৫ সালের মাঝামাঝি অথবা এর শেষের দিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। 

বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রতিষ্ঠান (বিসিএসসিএল) এর তথ্য মতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর আনুমানিক খরচ হবে ৩ হাজার ৭শত ৭ কোটি টাকা। 

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook