চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ইয়াবা কারবারি গ্রেফতার


চট্টগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে মো. মুছি উল্লাহ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার মুছি উল্লাহ কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সোমেন মন্ডল।

সোমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাতে নগরীর জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজার সামনে থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস অভিযান চালানো হয়। অভিযানে ২৭৯০পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook