RDRS Bangladesh রচনা প্রতিযোগীতা এবং মেন্টরদের মাঝে পুরস্কার বিতরণ


রিপোর্টার: এস আই শামীম


রচনা প্রতিযোগীতা


 ৪-৬-২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টায় আদিতমারী উপজেলায় "কৈশোর কর্মসূচি" তে মেন্টরদের নিয়ে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল।


পুরস্কার বিতরণ অনুষ্ঠান


৫-৬-২০২৪ রচনা প্রতিযোগীতা এবং আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের ১৪ জন মেন্টর,উপস্থাপক, রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৩ জন,গায়ক,কারাতি প্রশিক্ষক,ওসি, ব্যবস্থাপক এবং সভাপতিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ও প্রসুতি ইনচার্জ নজরুল ইসলাম আরডিআরএস বাংলাদেশ,সভাপতি আরডিআরএস বাংলাদেশ এর আদিতমারী উপজেলা সুনীল কুমার সূত্র ধর স্যার সহকারী অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ (আদিতমারী সরকারি কলেজ),ওসি আদিতমারী থানা,মো: সামীউল ইসলাম শামীম লেখক, সাংবাদিক এবং সহকারী মেন্টর কমলাবাড়ী ইউনিয়ন পরিষদসহ আরও অনেকেই।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook