বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি শহরের মধ্যে বাংলাদেশের ঢাকা অন্যতম। যেখানে জীবিত মানুষের বেঁচে থাকার জন্য হিমসিম খেতে হয় সেখানে মৃত মানুষের সংখ্যা বাড়ছে। ঢাকা শহরের কিছু কবর স্থানের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ঢাকা আজিমপুর কবর স্থান। এই কবর স্থানে প্রতিদিন ৩০-৪০ জনকে কবর দেওয়া হয়। এই কবর স্থানের ধারণ ক্ষমতা ২৫,০০০ (পঁচিশ হাজার) এরও বেশি। এভাবে প্রতিদিন কবরের সংখ্যা বাড়লে প্রায় ২ বছরে এই কবর স্থানের ধারণ ক্ষমতার সমান হয়ে যাবে।
যদিও এক কবরের উপর একাধিক কবর দেওয়ার রীতি অনেক দিন থেকে চলে আসছে। কিন্তুু অনেক সময় সম্ভব হয় না। ঢাকায় মোট ১০টি কবর স্থান আছে যা সরকারিভাবে পরিচালিত হয়। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ টি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় কবর স্থান হলো রায়ের বাজার কবর স্থান। যার ধারণ ক্ষমতা ৯৫ হাজারেরও বেশি।
২০২৪ সালে ঢাকা শহরে মৃত মানুষকে কবর দেওয়ার কী করতে হবে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য অনুমোদিত ঠিকাদারি ফি ৫০০ টাকা এবং বাঁশ,চাটাই ও কবর খোঁড়ার ফি ৫০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য যার ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।