২০ ফুট মাটির নিচে দেখা মিলল তিমির কঙ্কাল


২০ ফুট মাটির নিচে দেখা মিলল তিমির কঙ্কাল

বাংলাদেশের ছোট থেকে বড় প্রায় সব মানুষের কাছে  জনপ্রিয় একটি জায়গার নাম হলো কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতে খোরা হয় বালি আলি তাও আবার ১ফুট ২ ফুট নয়। সমুদ্র সৈকতে টানা ৪ দিন খনন করার পড় আজকে ২৬ জানুয়ারি ২০২৪ সালের শুক্রবারে ২০ ফুট বালির নিচ থেকে পাওয়া গেছে আস্ত একটি তিমির কঙ্কাল। যা ৩৩ মাস আগে এই বালি আলিতে পুতে রাখা হয়েছিল।

২০২১ সালের ১০ এপ্রিল জোয়ারে এই ৪৪ ফিট দৈর্ঘ্যের এই তিমির লাস হিমছড়ি থেকে ভেসে আসে। 

পড়ে প্রশাসন এবং বন বিভাগের কর্মীরা  তিমিটি উদ্ধার করে কক্সবাজারের বালি আলিতে পুতে রাখে।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook