মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহত
৪ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারের জান্তা সরকার কর্তৃক যুদ্ধ পরিস্থিতির আচ কিন্তুু বাংলাদেশেও লাগছে।এছাড়াও তাদের ছোড়াগুলিতে একজন বাংলাদেশি নাগরিকও নিহত হয়েছে এবং ২ জন আহত হয়েছেন। বাংলাদেশ এবং মিয়ানমার সিমান্তের উত্তেজনা আজ কিন্তুু নতুন কিছু নয়।এটি অনেক বছর আগের থেকেই।
মিয়ানমারের সরকার "অংসানসুচি" এর ক্ষমতা শেষ হওয়ার পড় পড় থেকেই এবং জান্তা সরকার হওয়ার পড়ে থেকে এই সমস্যা শুরু হয়।
মিয়ানমারের সীমান্তে অবস্থিত বাংলাদেশের রাঙামাটির এবং বান্দরবানের মানুষ ভয়ে আতংকে বাড়ী থেকেই বের হতে পারছেন না।