লালমনিরহাট সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক



৯ ফেব্রুয়ারি ২০২৪

লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়ার সময় বিজিবির হাতে শিশুসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ৫১ বিজিবির আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে দহগ্রাম করিডোর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন কক্সবাজারের টেকনাফ সেকমারকুল ২১ রিফুজি রোহিঙ্গা ক্যাম্প আব্দুল্লাহ (২৪) পিতা: মৃত. ইউনুছ, শরিফা বেগম (১৯) স্বামী: মো. আব্দুল্লাহ, মোছা. আমেনা বেগম (১৫), পিতা: মো. শামছুল হক, মোছা. রিনাস বিবি (২৭ মাস)।


বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দুপুর থেকে এক শিশুসহ নারী-পুরুষ মিলে ৪ জন সীমান্তের পাশে ঘোরাফেরা করেন। এ সময় তাদের সন্দেহ হলে সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দহগ্রাম করিডোর চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যরা আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক রোহিঙ্গাদের সন্ধ্যায় পাটগ্রাম থানায় সোপর্দ করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটক রোহিঙ্গারা দুই পরিবারের সদস্য। অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারী চক্র তাদের নিয়ে আসেন বলে জানা গেছে।
Post a Comment (0)
Previous Post Next Post

Facebook