চরিবাড়ী ওয়াজ মাহফিল থেকে দুই জন বোরকা পড়া ছেলে
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চরিতাবাড়ী চেয়ারম্যান পাড়া এনায়েত উল্লাহ মাদ্রাসায় একদিনের জন্য আয়োজন করা ওয়াজ মাহফিল থেকে দুইজন বোরকা পড়া ছেলেকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
বোরকা পড়ে মহিলা পেন্ডেলের ভিতরে ঢুকে পড়ার সময় ছেলেদের জোতা পড়া দেখে হাতে নাতে ধরেছে অত্র এলাকার সদস্যরা।
এদের একজনের বাসা বুড়িরদীর্ঘির চন্দনপাঠ এবং অন্য জনের বাসা বামনের বাসা।
তাদের বয়স হবে আনুমানিক ১৬-১৭ বছর।