উত্তরায় ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় যুবক নিহত
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আলম। তিনি জানান, আজ ভোরে ওই ফ্লাইওভারের ঢালে আমরা ডিউটি করছিলাম। এ সময় লোক মাধ্যম জানতে পারি ফ্লাইওভারের ওপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই যুবক আর বেঁচে নেই।
তিনি আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে ওই যুবকের পরিচয় আমরা জানতে পারিনি। সম্ভবত ওই যুবকটির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কোনো বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Sad news
ReplyDelete