৮৪ দিনের ভ্যালিডিটির সঙ্গে ৬০০ টাকার ক্যাশব্যাক! ধামাকাদার প্ল্যান Jio’র! চাপে AIrtel, Vi


৮৪ দিনের ভ্যালিডিটির সঙ্গে ৬০০ টাকার ক্যাশব্যাক! ধামাকাদার প্ল্যান Jio’র! চাপে AIrtel, Vi


বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের মন জয় করতে জিও (Reliance Jio) মাঝেমধ্যেই আকর্ষণীয় সব অফার নিয়ে হাজির হয়। গ্রাহকদেরও এই অফারগুলো বেশ পছন্দ হয়ে থাকে। তাইতো আজ ভারতের সর্ববৃহৎ টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। গ্রাহকদের জন্য জিও সম্প্রতি ৮৪ দিনের বৈধতার একটি নতুন রিচার্জ চালু করেছে।

এই রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যেতে পারেন মোটা টাকার ক্যাশব্যাক। আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব নতুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে। এই প্ল্যানের সাথে গ্রাহকদের তিন মাসের সুইগী ওয়ান লাইট থ্রি-এর তিন মাসের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এই সাবস্ক্রিপশনের সাথে গ্রাহকরা পেয়ে যেতে পারেন ৬০০ টাকার ক্যাশব্যাক।

জিওর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা মাই জিও অ্যাপ থেকে আপনারা এই রিচার্জটি করতে পারেন। ৮৮৬ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এর সাথে রয়েছে দেশের যেকোনও প্রান্তে আনলিমিটেড ফোন কলস করার সুযোগ। একই সাথে থাকবে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা।

এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। ৮৮৬ টাকার এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা Swiggy One Lite 3-এর ৩ মাসের সাবস্ক্রিপ্সন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে সুইগী অ্যাপে ১৪৯ টাকার উপরে খাবার অর্ডার করলে দশটি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। Instmart থেকে দশটি ফ্রি হোম ডেলিভারি থাকবে এই সাবস্ক্রিপশনে।
Post a Comment (0)
Previous Post Next Post

Facebook