গ্লোবাল হয়ে উঠল স্বদেশী পেমেন্ট সিস্টেম! এবার UPI-র মাধ্যমে কাটা যাবে আইফেল টাওয়ারের টিকিটও


গ্লোবাল হয়ে উঠল স্বদেশী পেমেন্ট সিস্টেম! এবার UPI-র মাধ্যমে কাটা যাবে আইফেল টাওয়ারের টিকিটও

দৈনিক স্বপ্ন যাত্রা ডেস্ক: বর্তমান সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইন মাধ্যমের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, পেমেন্ট সিস্টেম UPI (Unified Payments Interface)-র ব্যবহার সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতের এই পেমেন্ট সিস্টেম বিশ্বব্যাপী দারুণ সাফল্য অর্জন করেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার UPI-এর মাধ্যমে আপনি ফ্রান্সের প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের (Eiffel Tower) টিকিট এক ক্লিকেই বুক করতে পারবেন। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) গত শুক্রবার এই তথ্য সামনে এনেছে।

ফরাসি কোম্পানির সাথে চুক্তি করেছে NCPI: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, UPI হল ভারত দ্বারা তৈরি একটি অত্যাধুনিক পেমেন্ট সিস্টেম। যেখানে কোনো OTP ছাড়াই শুধুমাত্র একটি PIN লিখে পেমেন্ট করা যায়। এদিকে, NPCI জানিয়েছে যে তার সহযোগী সংস্থা NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস (NIPL) ফরাসি ই-কমার্স এবং অর্থপ্রদান সংস্থা লাইরার সাথে এই বিষয়ে চুক্তি করেছে। এর মাধ্যমে, UPI পেমেন্ট সিস্টেম ফ্রান্সে গ্রহণ করা হবে এবং যেটি শুরু হচ্ছে আইফেল টাওয়ার থেকে।

জানিয়ে রাখি যে, বর্তমানে এই সুবিধা শুধুমাত্র ভারতীয় পর্যটকদের জন্য উপলব্ধ রয়েছে। সংস্থার দ্বারা জারি করা অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে যে ভারতীয় পর্যটকরা এখন UPI ব্যবহার করে অনলাইনে টিকিট কিনে আইফেল টাওয়ারে তাঁদের সফর বুক করতে পারেন। যার ফলে এটি লেনদেন প্রক্রিয়াটিকে দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত করে তুলবে। প্যারিসে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতীয় দূতাবাস এই ঘোষণা করেছে।

বিপুল সংখ্যক ভারতীয় আইফেল টাওয়ার পরিদর্শন করেন: অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে যে, বর্তমানে আইফেল টাওয়ার পরিদর্শনকারী আন্তর্জাতিক পর্যটকদের তালিকায় ভারতীয়রা দ্বিতীয় স্থানে রয়েছে। এই প্রসঙ্গে NIPL-এর CEO রিতেশ শুক্লা জানিয়েছেন যে, তাঁদের লক্ষ্য হল এই ধরণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা এবং গ্রাহকদের সুবিধাজনক ও নিরাপদ ক্রস বর্ডার পেমেন্ট সমাধান প্রদানে সহায়তা করা।

ভারতের UPI এইসব দেশে পৌঁছেছে: উল্লেখ্য যে, ভারত সরকার UPI-কে একটি গ্লোবাল পেমেন্ট সিস্টেম হিসাবে প্রচার করছে। বর্তমানে, UPI সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, আমেরিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং আমেরিকার মতো দেশে পৌঁছে গেছে।
Post a Comment (0)
Previous Post Next Post

Facebook