৫ টাকার লেবু ১৩ টাকা, জরিমানা গুনতে হলো ৫০ হাজার


৫ টাকার লেবু ১৩ টাকা, জরিমানা গুনতে হলো ৫০ হাজার


রমজান মাসকে ঘিরে সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাশাপাশি চট্টগ্রামের বাজারে লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। পাঁচ টাকার লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়।

অতিরিক্ত দাম নেওয়ায় নগরের এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার সকালে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

ফয়েজ উল্লাহ বলেন, মেম্বার বাণিজ্য মন্ত্রণালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তাই সুযোগ বুঝে একেক সময় একেক দামে লেবু বিক্রি করছিল। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook