মেঘনায় ট্রলারডুবি; পুলিশ সদস্যসহ ২ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি; পুলিশ সদস্যসহ ২ জনের মরদেহ উদ্ধার


ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় পুলিশ সদস্যসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।

সোমবার (২৫ মার্চ) সকালে অনুসন্ধানে ভৈরব মাছের আড়ৎ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজরা হলেন, ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহেল রানা, তার ছেলে রাইসুল ও বেলেম দে নামের এক ব্যক্তি। তাদের সন্ধানে, সৈয়দ নজরুল ইসলাম সেতু ও আশপাশের এলাকায় কিছুক্ষণ পরই আবার অনুসন্ধানে নামবে বিআইডব্লিউটি’র টিম।

গতকাল পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার জন্য, ধাক্কা দেয়া বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রি’সহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন, নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা। শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook