মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি



মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি


বাগেরহাটের মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে এম ভি সাফিয়া নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায় এমভি শাহাজাদা-৬ নামে একটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা পাঁচ নাবিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যায় ধাক্কা দেওয়ার অপরাধে এভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে আটক করেছে নৌ পুলিশ।


এ দিন সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে এমভি সাফিয়া নামে চালবোঝাই বাল্কহেডটি ছেড়ে আসে। ঈদ উপলক্ষ্যে গরিব অসহায়দের জন্য চালগুলো আনা হচ্ছিল।


মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬কে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেডটির উদ্ধার কাজ শুরু হয়নি। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল ওঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে।


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook