ঈদের ৩য় দিন জনপরিবহন ট্রেন গুলোতে উপচে পড়া ভীড়। পা রাখার জন্যও জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ (১৩ এপ্রিল) রোজ শনিবার লালমনিরহাট টু বুড়িমারী স্পেসে উপচে পড়া ভীড়। ট্রেনে জায়গা না পেয়ে অনেকে স্টেশনে দাঁড়িয়ে আছে।কিন্তুু স্টেশন গুলোতে টিকিট বিক্রি বন্ধ করছে না টিকিট কাউন্টারগুলো।এই বেপারে আমরা স্টেশনের টিকিট কাউন্টারের মেনেজারের সাথে কথা বলে জানতে পেরেছি যে, তারা এই জণগণের ভোগাতির বিষয়ে কাজ করে যাচ্ছে।