SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম


SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

SSC Result 2024 বা এসএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশের পর দেখার মোট ২টি নিয়ম রয়েছে। কারণ অনলাইনে এবং মোবাইল এসএমএস সাধারণত এই ২টি পদ্ধতিতেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক SSC পরীক্ষার ফলাফল 2024 প্রকাশ করা হয়ে থাকে, কিভাবে এসএসসি রেজাল্ট ২০২৪ চেক করবেন জেনে নিন নিচের অংশ হতে।

অনলাইনে:

প্রথমেই ই’বোর্ড ফলাফল অফিচিয়াল ওয়েবসাইটটিতে যান: www.educationboardresults.gov.bd
এবার পরীক্ষার ধরন, বছর এবং বোর্ড নির্বাচন করুন
রেজাল্টের ধরন মেনুতে ‘ইন্ডিভিজুয়াল রেজাল্ট’ সিলেক্ট করুন
এই অংশে ‘রোল ও রেজিস্ট্রেশন নাম্বার’ দিয়ে ‘সিকিউরিটি কোডটি’ সমাধান করুন
শেষ ধাপে ‘গেট রেজাল্ট’ অপশনে চাপ দিন

মোবাইল এসএমএসে:

মোবাইল এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট জানতে, মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে, শুধুমাত্র রোল নম্বর দিয়ে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠিয়ে জানা যাবে এসএসসি ফলাফল। (উদাহরণ- SSC DHA ROLL YEAR)।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook