শাকিবের ‘তুফান’ নিয়ে দুঃসংবাদ

দৈনিক স্বপ্ন যাত্রা

২৪.০৯.২০২৪

শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’ ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমাটি শুধু বাংলাদেশেই নয়, সাড়া ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশেও। দর্শকদের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ‘তুফান’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে।

শাকিবের ‘তুফান’ নিয়ে দুঃসংবাদ


মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই পাইরেসির শিকার হলো ‘তুফান’। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুক, ইউটিউব এবং টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি ছড়িয়ে পড়েছে। ২ ঘণ্টা ১৮ মিনিটের এই সিনেমায় দেখা যাচ্ছে চরকির লোগোও।


পাইরেসি নিয়ে জানতে চাইলে নির্মাতা রায়হান রাফী আরটিভিকে বলেন, "আমরাও বিষয়টি লক্ষ্য করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্টরা পাইরেসি বন্ধে পদক্ষেপ নিচ্ছে। তবে একটি ভালো দিক হলো, পাইরেসির মাধ্যমেও ‘তুফান’ নতুন রেকর্ড করছে।"


এটাই প্রথম নয়; ‘তুফান’ যখন সিনেমা হলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, তখনও এটি পাইরেসির মুখে পড়ে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সে সময় সিনেমাটি পাইরেসির হাত থেকে রক্ষা পেয়েছিল।


‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত ও শহিদুজ্জামান সেলিমসহ অনেকেই এতে অভিনয় করেছেন। সিনেমাটির প্রযোজনা করেছে বাংলাদেশ ও ভারতের তিনটি প্রতিষ্ঠান—আলফা আই, চরকি, এবং এসভিএফ (কলকাতা)।


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook