পিকেএসএফ কর্তৃক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


"কৈশোর কর্মসূচী" আরডিআরএস বাংলাদেশের  আয়োজনে এবং পল্লী_কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ২০/২/২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হলো আদিতমারি উপজেলায় পলাশী ইউনিয়নের পলাশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ভলিবল,দৌড়,পাণ্জা লড়াই,কবিতা আবৃত্তি, ইত্যাদি  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৯ টি ওয়ার্ড এর কিশোর_কিশোরী  সদস্যরা।  অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিদ্যালয়ের সকল  শিক্ষকবৃন্দ,  পলাশী ইউনিয়ন মেন্টর এবং জেলা মানবাধিকার কর্মী ও কমলাবাড়ী ইউনিয়ন মেন্টর জনাব মো: সামীউল ইসলাম শামীম (এসআই শামীম) । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা  প্রোগ্রাম অফিসার  মো: সামিউল ইসলাম।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার  বিতরণ করা হয়।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook