আরডিআরএস বাংলাদেশ এর ইউনিয়ন মেন্টর এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ২০২৫

দৈনিক স্বপ্ন যাত্রা প্রতিবেদন:

ভাদাই, আদিতমারী ২৬.০৫.২৫

"কৈশোর কর্মসুচির" আওতায় "কৈশোর কার্যক্রম"  আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর সহযোগিতায় ২৬/০৫/২০২৫ ইং তারিখে ৬ নং ভাদাই ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে ম্যারাথন দৌড়, ক্রীড়া- সংস্কৃতিক প্রতিযোগিতা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়  । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিধান কান্তি হালদার, আদিতমারী,লালমনিরহাট।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আরিফ আলী সরকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আদিতমারী, লালমনিরহাট,। জনাব,মোঃ মাসুদ রানা উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা আদিতমারী, লালমনিরহাট। জনাব, কৃষ্ণকান্ত রায়( বিদুর) চেয়ারম্যান ৬ নং ভাদা ইউনিয়ন পরিষদ।জনাব নিরঞ্জন অধিকারী শাখা ব্যবস্থাপক, আরডিআরএস বাংলাদেশ আদিতমারী,লালমনিরহাট, জেলা মানবাধিকার কর্মী, কবি,লেখক, সাংবাদিক মো: সামীউল ইসলাম শামীম। উপজেলা নির্বাহী অফিসার  অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও উপজেলার কৈশোর কর্মসূচি ক্লাবের  কিশোর কিশোরীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার   বিতরণ করা হয়। উক্ত  সভাটি সঞ্চালন করেন উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ)মো:সামিউল ইসলাম।

এসআই শামীম/

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook