চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১, আহত ১২২

 

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১, আহত ১২২

চীনের দক্ষিণপশ্চিমে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আরো ১২২ জন আহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০।

dxd

এদিকে ভূমিকম্পে ধসে পড়া বিভিন্ন ভবনের ভিতর থেকে জীবিতদের বের করে আনতে উদ্ধার কর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।

চায়না আর্থকুয়াক নেটওয়ার্কস সেন্টার জানায়, সোমবার রাতে সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর উপকণ্ঠে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

dxd

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের একটি হোটেল ধসে পড়েছে। তবে এ ঘটনায় সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভূমিকম্পে বিভিন্ন এলাকার মহাসড়কে ফাটল দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র ভিডিও ফুটেজে একটি ভবনের ধ্বংস্তূপের ভিতর থেকে উদ্ধার কর্মীদের স্ট্রেচারে করে জীবিত একজনকে বের করে আনতে দেখা যায়।


dxd

ইবিন নগর সরকার জানায়, ভূমিকম্পে চাংনিং কাউন্টিতে আটজন এবং কিজিয়াং কাউন্টিতে অপর তিনজনের প্রাণহানি ঘটে।

তারা আরো জানায়, উদ্ধার কর্মীরা বিভিন্ন ভবনের ভিতর থেকে ছয়জনের লাশ ও সাতজনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে।

সিনহুয়া জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজের জন্য তিন শতাধিক দমকল কর্মী পাঠানো হয়েছে।

dxd


বিশেষ খবরঃ

অল্পের জন্যে রক্ষা পেলেন জোবাইডেন

তেজগাঁওয়ে ট্রেনে আগুন

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিঠিও টাইপ করে রেখেছে জাপা 

জাহির ও তার স্ত্রী ছেলের আয় বেড়েছে

শিক্ষক সমিতির নির্বাচনে ফখরুল-রিফাত প্যানেল জয়ী

৮৯.৬% ভোটে তৃতীয় দফায় মিসরের প্রেসিডেন্ট সিসি
Post a Comment (0)
Previous Post Next Post

Facebook