নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে যেসব বাংলা সিনেমা

 নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে যেসব বাংলা সিনেমা



সালে চলচ্চিত্রটির শুভমুক্তি হবে।

আগুন

শাকিব খান ও নবাগত তারকা জাহারা মিতুর জুটির এই মুভিটির কাজ শুরু হয়েছিল করোনাভাইরাসের আগে ২০১৯ সালে। করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউসহ নানা কারণে ছবির শুটিং বাধাগ্রস্ত হয়। এরপরেও এখন পর্যন্ত প্রায় ৮০% কাজ শেষ করেছেন পরিচালক বদিউল আলম খোকন। বাকি ২০% কাজও শুরু হয়ে গেছে পুরোদমে। সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে ২০২৪-এর কোনো উৎসবে ছবিটি প্রেক্ষাগৃহে যাবে বলে আশা করছেন “আগুন” টিম।

ছবির কাহিনী ও সংলাপে কাজ করেছেন কমল সরকার। সহশিল্পী হিসেবে রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, সুচরিতা, ও সুব্রতসহ আরও অনেকে।

শেষ কথা

বাংলাদেশি চলচ্চিত্রের উন্নয়নে যুগান্তকারী অবদান রাখার প্রত্যাশায় প্রস্তুত হচ্ছে ২০২৪ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই ঢালিউড সিনেমাগুলো। তন্মধ্যে স্বভাবতই সুপারহিট হওয়ার দারপ্রান্তে রয়েছে রাজকুমার, দরদ ও তুফান চলচ্চিত্রগুলো। ভিন্ন ধারার গল্পে দর্শকনন্দিত হওয়ার প্রহর গুনছে কাজলরেখা।

অন্যদিকে ঐতিহাসিক মাইলফলক বিস্তারে সমূহ সম্ভাবনাময় অপারেশন জ্যাকপট। সব মিলিয়ে বছর জুড়ে দারুণ কিছু পরিবেশনার অভিজ্ঞতা পেতে চলেছেন বাংলাদেশের মুভিপ্রেমিরা।

২০২৪ সালে বলিউডে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে নতুন বছর ২০২৪। বরাবরের মতো এবারের নতুন বছরটি ঘিরেও বলিউডপ্রেমীদের রয়েছে অনেক প্রত্যাশা। জানা গেছে, চলতি বছর বলিউডে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে।

অন্যদিকে বেশ কিছু সিনেমা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। পাশাপাশি এরই মধ্যে কিছু সিনেমা সাড়া ফেলেছে দর্শকের মাঝে। জেনে নেওয়া যাক, নতুন বছরে বলিউডে যেসব সিনেমা মুক্তি পাচ্ছে-

হীরামাণ্ডি’: চলতি বছরের মাঝামাঝি মুক্তি পেতে পারে সঞ্জয় লীলা বানশালীর সিনেমা ‘হীরামাণ্ডি’। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা ও সনজিদা শেখকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বানশালীর এ সিনেমা।

পুষ্পা-২’: ‘পুষ্পা’ সিনেমাটি ব্যাপক সাফল্যের পর জানা গেছে এর পরের সিক্যুয়েল আসছে। এমনকি আল্লু অর্জুনের অদ্ভুত লুক দিয়ে এ সিনেমার পোস্টারও মুক্তি পেয়েছে গত বছর। ফলে তারপর থেকেই ‘পুষ্পা-২’ সিনেমা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সিনেমার একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায় যেখানে সবাইকে কেবল পুষ্পাকে খুঁজতে দেখা গিয়েছিল। তবে চলতি বছর কোন সময় এ সিনেমা মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

ফাইটার’: ঋতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের পর্দায় রসায়ন দেখে এরই মধ্যে সিনেমার একটি গান ঘিরে সোশ্যাল মিডিয়া আলোচনায় এসেছে। এ সিনেমায় এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন ঋতিক ও দীপিকা। সিনেমার বেশ কিছু গান এরই মধ্যে মুক্তি পেয়েছে।

সিংহাম অ্যাগেইন’: অজয় দেবগণ এবারও এ সিনেমায় অভিনয়ের জাদু দেখাবেন। এ সিনেমাটির মাধ্যমে আবারও একবার পুলিশের পোশাকে দেখা যাবে অজয়কে। তবে এ সিনেমাটিতে থাকছে আরও দুই চমক। তা হচ্ছে- রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি চলতি বছরের কখন মুক্তি পাবে তা জানা যায়নি।

‘মেরি ক্রিসমাস’: এ সিনেমায় একই ফ্রেমে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের অপেক্ষার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

মেট্রো ইন দিনো’: অনুরাগ বসুর এ সিনেমা নিয়ে দর্শকরা ভীষণ অপেক্ষায় রয়েছেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সারা আলী খান, অনুপম খের, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কণা সেনশর্মা, আলী ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখসহ আরও অনেকে। সিনেমাটি ২৯ মার্চ ‍মুক্তির কথা রয়েছে।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: সিনেমাটি নির্মাণ করেছেন আব্বাস জাফর। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করবেন সোনাক্ষী সিনহা, মানুষি ছিল্লার, আলেয়া এফ, পৃথ্বীরাজ সুকুমারন। জানা গেছে, সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি’: এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। শরণ শর্মা নির্মিত এ সিনেমাটি ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে বলে জানা যাচ্ছে।

‘স্ত্রী টু’: এ সিনেমা ৩০ আগস্ট মুক্তি পাবে। অমর কৌশিক নির্মিত এ সিনেমায় অভিনয় করছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেকে।

জিগরা’: আলিয়া ভাট ‘জিগরা’ নিয়ে আসছেন। এ সিনেমায় তাকে অ্যাকশন রূপে দেখা যাবে। জানা গেছে, বসন বালা নির্মিত সিনেমাটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

ম্যায় অটল হুঁ’: সিনেমাটি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমায় অটল বিহারির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি অভিনয় করছেন। এটি আসছে ১৯ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।

সুরারাই পত্রু’: সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এটি চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।

যোদ্ধা’: জানা গেছে চলতি বছরের ১৫ মার্চ এ সিনেমা মুক্তি পাচ্ছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সাগর আমব্রে ও পুষ্কর ওঝা। সিনেমাটিতে অভিনয় করছেন, দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্না।

নাটক ছিল তরুণ তারকাদের দখলে!



নাটক ছিল তরুণ তারকাদের দখলে!

বিদায় নিতে যাচ্ছে ঘটনাবহুল বছর-২০২৩। অন্যান্য অঙ্গনের মতো নাট্যাঙ্গনও চলতি বছর বেশ আলোচিত ছিল। এ বছর দেখা গেছে, সিনিয়র তারকাদের চেয়ে নতুন অভিনেতা-অভিনেত্রীরা নাটকের কাজে এগিয়ে ছিলেন।

বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের নাটকও সমান তালে জনপ্রিয়তা পাচ্ছে। এখন প্রথম সারির তারকারও ইউটিউবে নাটক করছেন। এবার জেনে নেওয়া যাক চলতি বছরটি যেসব তারকাদের দখলে ছিল নাট্যাঙ্গন-

চলতি বছর নাটকে তরুণ অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি বেশি। এদের মধ্যে রয়েছেন- সাইদুর রহমান পাভেল, সাদিয়া আয়মান, নাজনীন নীহা, খাইরুল বাশার, ইয়াশ রোহান, সামিরা খান মাহি ও তানজিম সাইয়ারা তটিনী, ইভানা, শ্বাশত দত্ত প্রমুখ।

বলা চলে- টেলিভিশন ও ইউটিউব নতুন মানে তরুণ তারাকদের দখলে ছিল! তারা একের পর এক দারুণ দারুণ নাটকে অভিনয় করেছেন। বছরজুড়ে এসব তারকারা সংবাদের শিরোনামেও ছিলেন।

এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর দেড় হাজারেরও বেশি নাটক বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ নাটকেই ছিল তারুণ্যের উপস্থিতি।

নতুন প্রজন্মের অভিনেতা ইয়াশ রোহান বেশ কয়েকটি আলোচিত নাটকে রূপদান করেছেন। এর মধ্যে রয়েছে হাসান রেজাউল নির্মিত ‘অগ্নিগিরি’, রুবেল আনুশ নির্মিত ‘তোমাকে পেয়ে গেলে’, আবু হায়াত মাহমুদ নির্মিত ‘সরি অমিত’ ও শাব্দিক শাহীন নির্মিত ‘হলুদ শহরের প্রেম’ ।

আরও পড়ুন: বলিউডের সাড়া জাগানো ৫ সিনেমা 

তরুণ অভিনেতা সাইদুর রহমান একের পর এক নাটক দিয়ে রীতিমতো দর্শকদের সারা বছরই মাতিয়ে রেখেছেন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে- ‘কিডনি’, ‘পলিশম্যান’, ‘ভাড়াটে হাজবেন্ট’, ‘ক্যাম্পাস’, ‘টেনশন মতিন’ প্রভৃতি।

অভিনেত্রী সামিরা খান মাহি ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’শিরোনামের একটি নাটক করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি তার অভিনীত ‘আক্কাস এখন আমেরিকা’ নাটকটিও আলোচিত ছিল।

অন্যদিকে মাহমুদ মাহিন পরিচালিত ‘লেকু’, মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘ঠাডা’, রাগীব রায়হান পিয়াল নির্মিত ‘কুলি নাম্বার টু’ শিরোনামের নাটক দর্শকরা আগ্রহ ভরে দেখেছেন।

চলতি বছর ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার নাট্যাঙ্গণে যাত্রা শুরু হয়। এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকে নাজনীন নীহার ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছেন। তিনি প্রথম নাটক দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। প্রথম নাটক বাজিমাতের পরেই ‘হৃদয়ে হৃদয়’, ‘অনুরাগ’ ও ‘সুইট প্রবলেম’ নাটকগুলোও উপহার দিয়েছেন। দেশের খ্যাতিমান ও জনপ্রিয় নির্মাতারা এসব নাটক পরিচালনা করেছেন।

এদিকে খায়রুল বাশার-সাদিয়া আয়মান ও ইয়াশ-তটিনী এ দুই ছিল আলোচনার কেন্দ্রে। তাদের অভিনয়ে মুগ্ধ ছিলেন দর্করা।

চলতি বছর খাইরুল বাশার এবং সাদিয়া ‘ডুব সাঁতার’ ‘দই ফুচকা’, ‘বাবুই পাখি’, ‘জলতরঙ্গ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘দ্য ফার্স্ট কেস’, ‘সুখ অসুখ’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘সাদা পায়রা’, ‘লাইলী মজনু’সহ বেশি কিছু নাটকে অভিনয় করেছেন।

পাশাপাশি জুটি বেঁধে ইয়াশ ও তটিনী- ‘তোমাকে পেয়ে গেলে’, ‘সে বসে একা’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘যে প্রেম এসেছিল’, ‘অবশেষে’, ‘অগ্নিগিরি’ ‘অবাক কাণ্ড’ও ‘কথা ছিল’সহ বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

চলতি বছর দেশের নাট্যাঙ্গন তরুণদের জয়জয়কার দেখে নাট্যবোদ্ধারা মনে করছেন এটি ইতিবাচক লক্ষণ। তরুণদের এ যাত্রা অব্যাহত থাকলে দেশের নাটকের মানের উন্নয়ন ঘটবে।


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook