লালমনিরহাট-২ আসনের আদিতমারী-কালীগঞ্জের ঈগলমার্কার মিটিং

কালীগঞ্জের আমিনবাজারে ঈগল মার্কার মিটিং

আদিতমারী নিউজ।

৩ জানুয়ারি২০২৩



লালমনিরহাট-২ আসনে এমপি মনোনীত ৭জন প্রার্থীর মধ্যে জনাব মোঃ সিরাজুল হক মহোদয়ের ঈগল মার্কার আমিনবাজারের মিটিং এর আয়োজন করা হয়েছে।কালীগঞ্জ উপজেলার ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদের বাজারে ঘুরে আমিনগঞ্জের কয়েকজন এলাকাবাসী  আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী থাকার পরও কালীগঞ্জের সমাজ কল্যাণ মন্ত্রী জনাব মোঃ নুরুজ্জামান আহম্মেদও আমিন বাজারসহ সমগ্র কালীগঞ্জের কোন উন্নয়ন করেননি। বরং তিনি নিজের সার্থটাই বুঝেছেন বলে তারা মনে করেন।

আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের এবং সারা বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদ ওমর চিশতী বলেছেন,"তার পিতা মৃত মোঃ শামসুল ইসলাম সুরুজকে হত্যার পেছনে মাননীয় মন্ত্রীর হাত রয়েছে বা সুরুজ হত্যার খুনিদেরকে তিনি সাথে নিয়ে ঘুরেন বলে জানিয়েছেন।


বোটমারি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান তার এক বক্তৃতায় বলেছেন'"সমাজ কল্যাণ মন্ত্রী ভূয়া মুক্তিযোদ্ধা।বোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ভূয়া বলে বাতিল করে দিয়েছেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook