এবার ইইউও আইনের বেড়াজালে আটকাচ্ছে বাংলাদেশ
কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে ডেউডেলিজেন্স আইন করতে চায় ইউ।এর ফলে ইউরোপে ব্যবসা করতে হলে শ্রম অধিকার রক্ষা, শিশুশ্রম বিলুপ্ত এবং পরিবেশ রক্ষাসহ আরও অনেক কিছু বা আরও অনেক নিয়ম বা শর্ত মেনে চলতে হবে ব্যবসায়িদের।বাংলাদেশে নিযুক্ত ইউরেপের রাষ্ট্রদূত চাল্স ওয়াইডলির দাবি শুধু মাত্র ইউরোপে না সারাবিশ্বের সুরক্ষা নিশ্চিত করবে এই আইন। তবে তারা পোশাকের ন্যায্য দাম না দিয়ে এই ধরনের আইন কতটা যৌক্তিক প্রশ্ন ব্যবসায়িদের।
এই বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে "ইউটিলিটি বাংলাদেশ" নামের সরকারি সংস্থা।