জান্তাকে কোনঠাসা করতে সীমান্তের জঙ্গলে সামরিক প্রশিক্ষণ
৬ফেব্রয়ারি ২০২৪
মিয়ানমার সরকারকে আরও কোনঠাসা করতে বিদ্রোহী গোষ্ঠী গুলোর চলছে প্রশিক্ষণ। সেনাশাসন বিরোধী এই লড়াইয়ে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। মিয়ানমারের বিভিন্ন জঙ্গলে চলছে সামরিক প্রশিক্ষণ এবং সেই সাথে চলছে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির পাশাপাশি দেখানো হচ্ছে গোলাবারুদের ব্যবহারও।
তারা অল্প কয়েক দিনের প্রশিক্ষণে তৈরি করছে এন্ট্রি মেট্রিয়াল রাইফেল, মর্টার, রকেট লঞ্চারের মতো অস্ত্রও। যা এর আগে কেউ দেখেনি।তাদের দেশের মানুষ বলছে এতো কঠিন এবং ভারী অস্ত্রের ব্যবহার দেখেনি।কিন্তুু সেই ধরনের অস্ত্র তৈরি করছে বিদ্রোহী গোষ্ঠী গুলো।
এই যুদ্ধে বিভিন্ন শ্রেণীর মানুষের পাশাপাশি যুদ্ধ করছে ছাত্ররা। তাদের এই যুদ্ধের আচ পড়ছে বাংলাদেশেও।তাদের ছোড়া গুলি এসে বাংলাদেশের মানুষের গায়ে লাগছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে এই পর্যন্ত বাংলাদেশে ৫ জন আহত হয়েছেন এবং তাদের ছোড়া বাংলাদেশের ঘুমধুম এলাকায় জমিতে কাজ করতে যাওয়ায় সেই মর্টার সেলের আঘাতে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সেনা সদস্যর সংখ্যা এই পর্যন্ত ৯৫ জন।
এভাবে যদি বাংলাদেশে ২ থেকে ৪ লক্ষ মানুষের আবারও মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ বিশাল বড় একটি সমস্যায় পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে কী করছেন, কী করবেন বিশ্ব নেতারা?