ঢাকা কে ৬১ রানে হারালো রংপুর রাইডার্স
গত ২ দিন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল)-২০২৪ খেলা বন্ধ থাকার পড় আজকে আবারও খেলা শুরু হয়। ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সিলেট বিপিএল পর্ব শেষ হওয়ায় খেলা ২ দিনের জন্য বন্ধ থাকে।
আজ ৬ ফেব্রুয়ারি দুপুরে দুর্দান্ত ঢাকা বনাম রংপুর রাইডার্সের মধ্যেকার খেলা দিয়ে পুরো ধমে আবারও বিপিএল খেলা শুরু হয়।
এই খেলায় ৮পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সাথে খেলতে নামে। দুর্দান্ত ঢাকা প্রথমে টসে জিতে প্রতিপক্ষ রংপুর রাইডার্স কে প্রথমে ব্যাট করার জন্য অনুরোধ করে। রংপুর রাইডার্স দলের প্লেয়ার্স পাওয়ার প্রথম প্লেয়ারে বিনা উইকেটে করে ৪০ রান এবং দলীয় ৬৭ রানের মাথায় রংপুর রাইডার্সের প্রথম উইকেট হারায়। রংপুর রাইডার্স ২০ ওভারে করে ৪ উইকেটে ১৭৫ রান এবং দুর্দান্ত ঢাকা কে ২০ ওভারে ১৭৬ ছিয়াত্তর রানের টার্গেটে তারা ব্যাট ১৮.৪ বলে ১০ উইকেটে করে ১১৫ রান।
প্রতিপক্ষ রংপুর রাইডার্স ঢাকা কে ৬১ রানের বড় ব্যবধানে বিজয় অর্জন করে। আজকের এই বিজয়ে রংপুর রাইডার্সের আগের ৮ পয়েন্টের সাথে আজকে আরও ২ পয়েন্ট যোগ হয়ে ১০ হয়ে আবারও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল।