কবি সামীউল ইসলাম শামীম এর শ্রেষ্ঠ কবিতা



কবি পরিচিত:

নাম মো: সামীউল ইসলাম শামীম। ডাক নাম এস আই শামীম। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চরিতাবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত বাবা-মায়ের ঘরে ৬ জানুয়ারি ২০০১ সালে জন্ম গ্রহণ করেন।তিনি একাধারে কবি,লেখক, সাংবাদিক, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভলপার লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ((টিটিসি),ফ্রিল্যান্সার, সভাপতি RDRS Bangladesh  এর কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ ক্লাব,শিক্ষক উদীয়মান সুরুজ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন স্কুল, ডিজিটাল সিকিউরেটি, USAID, তিনি  ২০১৪ সালে পিএসসি, ২০১৭ জেএসসি, ২০২০ সালে এসএসসি এবং সর্বশেষ ২০২২ সালে এইচএসসি পাস করেন।

তিনি অসংখ্য কবিতা লিখেছেন।এই কবিতার সংখ্যা ৪০০ টি।

নিজের মূল্য কবিতার  জন্য (পিকেএসএফ) কর্তৃক সম্মান সূচক পুরস্কার এবং বাংলাদেশ তরুণ লেখক পরিষদ কর্তৃক সম্মান সূচক পুরস্কার লাভ করেছেন।



কবিতা:

নিজের মূল্য, স্মার্ট বাংলাদেশ, পূর্ণিমার চাঁদ, চোরাবালি, বিষ বৃক্ষ, অঙ্গাত নামা,মৃত্যু, অবুঝ মন, মা,ফাগুন, শুকতারা, আবার আসিব ফিরে, শেষ বিকেল, ঝর্ণা ধারা,হিসাব-নিকাশ,সহ আরও অনেক কবিতা। 


 নিজের মূল্য


সামীউল ইসলাম শামীম 


একটু সময় বের করো,


শুধু নিজের জন্যে।


তুমি ভালো থাকলে তবেই,


থাকবে ভালো আপনজনও।


উপরে তোমার হাসি মুখ,


ভিতরে বহে চলে ঝর।


শান্ত করো মনটা তোমার,


জাগাও তুমি নিজ অন্তর।


পাও যদি একটু সময়-


নিজের প্রেমে পর;


দেখবে তখন আঁধার কেটে,


জীবন ভরবে আলোয়।


শূন্য থেকে শুরু জীবন, 


শূন্যে গিয়েই শেষ।


শূন্য দিয়েই মিলবে হিসেব,


থাকবে না ভাগশেষ! 


ফিরবো সবাই সময় হলে, 


আজ কিংবা কাল।


শরীরটা নয়, কর্মগুলোই, 


বাঁচবে হাজার সাল!


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook