লালমনিরহাট জেলার একজন বড় আলেমের মৃত্যু


আজ ২২ মে বুধবার,গভীর দূ:খের সাথে জানাতে হচ্ছে যে, লালমনিরহাট জেলার সবচেয়ে বড় আলেম হাফেজ মো: বজলুর রহমান (রহ.) (আ.) কে আজকে সারা লালমনিরহাট জেলা বাসী হারালাম।তিনি লক্ষ লক্ষ মানুষকে চোখের জলে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন। তিনি পূরনো একটি বাই সাইকেলে করে ১০০-১৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যেকোনো ধরনের ওয়াজ মাহফিলে গিয়ে জিকির করতেন। তার ১ জন ছেলে এবং ৮ জন মেয়ে।ছেলেকে হাফেজ বানিয়েছেন এবং মেয়ে গুলিকে হাফেজের কাছে বিয়ে দি্যেছেন।আহ, আজকে আমরা তাকে হারালাম। 

সবাই তার জন্য  এবং তার পরিবার পরিজন এবং আত্মীয়দের জন্য দোয়া করবেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook