পুরস্কার নিতে মঞ্চে উঠলেন অমিতাভ, রেখার আচরণে অবাক হলেন জয়া!

বি-টাউনের নানা অনুষ্ঠানে তাদের উপস্থিতি প্রায়শই দেখা যায়। তবে কখনোই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন ও অভিনেত্রী রেখাকে একসঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি। 


তবে প্রায় ৯ বছর আগে, ২০১৫ সালের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে সেই বিরল মুহূর্ত ধরা পড়েছিল। একই ফ্রেমে দেখা গিয়েছিল জয়া ও রেখাকে। কিন্তু সেই মুহূর্তটি বিশেষ কেন ছিল? 


ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন। পুরস্কার ঘোষণার পর, জয়া ও রেখা নিজেদের আসন থেকে উঠে দাঁড়ান। অমিতাভ যখন পুরস্কার নিতে মঞ্চের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই রেখা ছুটে গিয়ে জয়ার দিকে এগিয়ে যান।


এরপর, কোনো কিছু বুঝে ওঠার আগেই, অমিতাভের স্ত্রী জয়াকে আলিঙ্গন করেন রেখা। এই অপ্রত্যাশিত ঘটনায় চমকে ওঠেন ভক্তরা ও উপস্থিত সকলে। পরে যখন অমিতাভ পুরস্কার গ্রহণ করেন, তখন দুই বর্ষীয়ান অভিনেত্রীকে পাশাপাশি দাঁড়াতে দেখা যায়।


ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই মুহূর্তটি নিঃসন্দেহে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এক সময়ের বিখ্যাত জুটি অমিতাভ ও রেখাকে একাধিক ক্লাসিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল, যেমন ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘মিস্টার নটবরলাল’ এবং ‘গঙ্গা কি সৌগন্ধ’। 


তবে সবচেয়ে আলোচিত ছিল যশ চোপড়ার পরিচালিত ১৯৮১ সালের ছবি ‘সিলসিলা’, যেখানে জয়া বচ্চনও অভিনয় করেছিলেন। বলা হয়, তাদের বাস্তবজীবনের কাহিনীই যেন প্রতিফলিত হয়েছিল এই ছবিতে। 


যদিও ‘সিলসিলা’ বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, তবে এটিই ছিল অমিতাভ ও রেখার একসঙ্গে শেষ কাজ। পর্দার সেই আলোচিত জুটি এরপর আর কখনো একসঙ্গে কাজ করেননি। কারণ, অমিতাভ রেখার থেকে দূরত্ব তৈরি করতে চাচ্ছিলেন, কারণ তখন তার জীবনে জয়ার উপস্থিতি ছিল। এরপর বহু বছর কেটে গেছে, কিন্তু আর কখনো রেখা ও জয়াকে একসঙ্গে দেখা যায়নি।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook