“ছবি তুলে দেওয়ার কথা বলে জবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের এক ছাত্রীকে ছবি তুলে দেওয়ার কথা বলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জনির বিরুদ্ধে।



মঙ্গলবার (২৯ আগস্ট) ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ আগস্ট জাহিদ হাসান জনি ছবি তোলার কথা বলে তাকে অবকাশ ভবনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। আরও বলা হয়, অনুমতি ছাড়াই তাকে শারীরিকভাবে স্পর্শ করেন এবং অশালীন প্রস্তাব দেন। পরে বিবিএ বিল্ডিংয়ের সিঁড়িতেও তাকে হয়রানি করা হয়। ভুক্তভোগী ছাত্রী এ ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের দাবি জানান।


এদিকে, এ ঘটনার জেরে জনিকে মারধর করার অভিযোগও উঠেছে। এর আগে জনির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরেক নারী শিক্ষার্থীকে ছবি তুলে দেওয়ার পর হেনস্তার অভিযোগ ওঠে।


অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহিদ হাসান জনি বলেন, "আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই মেয়ের সঙ্গে আমার বুধবারই প্রথম পরিচয় হয়। আমি ১৫তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছিলাম, যা আমার বিভাগের ১৫তম ব্যাচ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ। এই বিভ্রান্তির কারণে হয়তো আমাকে মারধর করা হয়েছে।"

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook