সাইন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষ

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে শিক্ষার্থী ও সাংবাদিকও রয়েছেন।

ঢাকা


আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এর ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা কলেজের পাভেল নামের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এই অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বাইরে বের হয়ে সংঘর্ষে জড়ান। পরে তারা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান এবং কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে মিছিল করেন।


এতে সাইন্সল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, "আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।"


Post a Comment (0)
Previous Post Next Post

Facebook