দৈনিক স্বপ্ন যাত্রা
অভিনয়ের স্বতন্ত্র শৈলী ও ফ্যাশন সচেতনতা সালমান শাহকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্মা নায়ক, যার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, দেখতে দেখতে তার মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেছে। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকী।
সালমান শাহ আত্মহত্যা করেছেন, এই কথা এখনো মানতে নারাজ তার মা, নীলা চৌধুরী। তিনি মামলাটি পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলের ‘হত্যা’র বিচার দাবি করেছেন। তার মতে, তার ছেলে আত্মহত্যা করেনি, কোনো আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে এক গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন নীলা চৌধুরী।
তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে সালমান শাহ হত্যার বিচার হবে, আমি বিচার করব। কিন্তু তিনি তা করলেন কোথায়? আমি জানতাম শেখ হাসিনার আমলে বিচার হবে না। আমরা সেই সরকারের পরিবর্তন চেয়েছিলাম। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে সেই সরকারের বিদায় প্রয়োজন ছিল। অবশেষে সেই বিদায় ঘটেছে। আমরা নতুন সরকারের কাছে শুধু সালমান শাহ নয়, সাগর-রুনি হত্যারও বিচার চাই।"
নীলা চৌধুরী আরও বলেন, "সালমান শাহ আত্মহত্যা করেনি, তার হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে আমরা একটি মাফিয়ার অধীনে ছিলাম, এখন মুক্ত। আমি কথা বলব।"
তিনি আরও অভিযোগ করেন যে, তাকে হত্যা বা গুম করার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, "আমাকে কেউ একজন জানিয়েছিলেন যে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, অথবা আমাকে গুম করা হবে। তখন আমি বলেছিলাম, মানুষকে গুম করে কীভাবে? তখন তো গুম সম্পর্কে জানতাম না। এখন বুঝতে পারছি, গুম মানে হচ্ছে 'আয়নাঘর'।"
সালমান শাহর স্ত্রী সামিরা সম্পর্কে তিনি বলেন, "সামিরা তিনবার বিয়ে করেছে। তার চরিত্র নিয়ে আর কোনো সন্দেহ নেই। সে একটি ঘরেও থাকতে পারেনি। তার বাবাও অনেক কিছু করেছে, কিন্তু সম্প্রতি তাদের দেখা যাচ্ছে না। সামিরার মা সালমান হত্যার মামলার আসামি, কিন্তু তাদের কেউই কখনো জিজ্ঞাসাবাদ হয়নি বা আটক করা হয়নি।"
পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে তিনি বলেন, "বনজ কুমারের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। তারা তাকে অনেক টাকা দিয়েছে। আর সুকুমার রঞ্জন, যিনি একজন সংসদ সদস্য এবং ভারতীয় এজেন্ট 'র', আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহের মৃত্যুর পর আমরা জানতে পেরেছিলাম যে, একজন ভারতীয় ভাড়াটেকে দিয়ে সালমান শাহকে হত্যা করানো হয়েছিল।"
উল্লেখ্য, ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ক্যারিয়ারের শুরুতে তিনি ছোটপর্দায় কাজ করতেন, যেমন ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটক। এছাড়াও, তিনি অনেক বিজ্ঞাপনেও অভিনয় করেছেন।