মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, শেখ হাসিনাকে ভালোবাসে : দুলু


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী
অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভালোবাসেন। আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয়েছে। নাটোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু স্বর্ণ ব্যবসায়ীদের নির্যাতন করে ভারতে যেতে বাধ্য করেছে, কিন্তু তাতেও ভারত কোনো প্রতিবাদ করেনি। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারত বাংলাদেশের ওপর নিজেদের ইচ্ছামতো প্রভাব বিস্তার করতে পারে।”

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়ন বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

ক্ষমতা ও ধর্মীয় প্রসঙ্গ


দুলু বলেন, “আল্লাহ কোরআনে বলেছেন তিনিই ক্ষমতা এবং সম্মানের মালিক। নমরুদ-ফেরাউন যেভাবে মানবজাতির ওপর নির্যাতন চালিয়েছিল, গত ১৫ বছরে শেখ হাসিনা সেই নমরুদ-ফেরাউনের চেয়েও বেশি নির্যাতন চালিয়েছে এ দেশের জনগণের ওপর। বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু শেখ হাসিনা তা না করে মোদির কাছে সাহায্য চান। এমনকি দাড়ি-টুপি দেখলেই তিনি মানুষকে রাজাকার বা জঙ্গি হিসেবে তকমা দিতেন।”

তিনি আরও যোগ করেন, “শেখ হাসিনা দাবি করতেন যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অথচ মাওলানাদের জেলে পুরেছেন। তার শাসনামলে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চরম অবনতি হয়েছে।”

নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ


দুলু বলেন, “অন্তর্বর্তী সরকারের আরও কঠোর হতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের চালানো অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিরোধ না করলে জনগণ বিভ্রান্ত হতে থাকবে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আনার মাধ্যমে এই অপপ্রচার বন্ধ করা সম্ভব হবে।”

অনুষ্ঠানের অন্যান্য অংশ


ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।
Post a Comment (0)
Previous Post Next Post

Facebook