কাকরাইল মোড়ে শুয়ে পড়লেন ইনকিলাব মঞ্চের নেতারা

আবারও উত্তপ্ত ঢাকা ইউনূস পতনের ৩ দফা


রোববার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে শুয়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেন তারা।


এর আগে দুপুর সোয়া ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বসে পড়েন আন্দোলনকারীরা। বিকেলের মধ্যে যেকোনো একজন উপদেষ্টা তাদের দাবিগুলো শুনলে তারা সেখান থেকে উঠবেন বলে জানান।


তাদের তিন দফা দাবি:

1. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল।

2. সারা দেশে আওয়ামী লীগের কমিটির সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার।

3. ছাত্র ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দায়িত্ব পালন করুক; না পারলে সরকার সরে দাঁড়াক।


ইনকিলাব মঞ্চের নেতারা তাদের দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook